বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

শিবগঞ্জের বিহারে জোরপূর্বক গাছ কর্তন করে সীমানা প্রাচীর নির্মাণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নারায়ন শহর গ্রামে জমি-জমার জের ধরে জোরপূর্বক গাছ কর্তন করে অবৈধ ভাবে জবর-দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নারায়ন শহর গ্রামের মৃত: আকালু মোল্লার ছেলে মোঃ আ: মাজেদ এর পৈত্রিক ৫ শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগ দখল করিয়া আসিতেছে। এর এক পর্যায়ে গত ১৮ আগস্ট আ: জোব্বার, আ: মজিদ, আ: হামিদ, আ: হান্নান, মিলন, মিঠু সহ ৭/৮ জনের দল সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক গাছ গুলো কেটে ফেলে।

এতে আ: মাজেদ বাঁধা প্রদান করলে আ: জোব্বার গং অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট ও প্রাণ নাশের হুমকী প্রদান করে। আ: মাজেদ বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমি নারায়ন শহর মৌজার, জে.এল নং-১৪৯, দাগ নং- ৪৬৮, ৫ শতক ভিটা জমি নিয়ে বিজ্ঞ আদালতে একটি বাটোয়ারা মামলা বগুড়া যুগ্ম জেলা আদালতে চলমান রয়েছে। যাহার নম্বর-৭৮/২০১৯ বন্টন। কিন্তু বিবাদীগণ নিজের স্বার্থ হাসিলের জন্য গাছগুলো কেটে নিজের দখল স্বার্থ হাসিল করার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করিয়াছে। বিবাদীগণ আমার রোপণকৃত গাছগুলি কর্তন করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করিয়াছে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সু-বিচার কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335