বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

ধামইরহাটে বিএমডিএর উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বৃক্ষরোপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০ আগস্ট বেলা ১১ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক স্কুল ও কলেজসহ ১২ টি ও ৫টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান সাফি, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মুকিত কল্লোল প্রমুখ। বিএমডিএর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন বিরল প্রজাতির ও বিলুপ্ত প্রায় প্রজাতির চারা রোপন করছি, ধামইরহাট উপজেলার ১৭টি বিদ্যালয়ের ১০টি করে রোপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335