শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন

আইনুল ইসলাম,নওগাঁ জেলা প্রতিনিধি: মুক্তিযুদ্ধের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে (মুজিব বর্ষ) নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল (স্মৃতিসৌধ) উদ্বোধন করা হয়েছে।

২০ আগষ্ট সকাল সাড়ে ১১টায় ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাসান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম ময়েন, বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম নুরাণী আলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ধলু, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ময়েজ উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ওয়াসীম আকরাম, জাহাঙ্গীরপুর কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি তনু কুমার দেব প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুল হক স্বপন। এ সময় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335