বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট ডোরের পাশে মুজিব কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন,‘ হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা বাড়তি সময় কাটাতে

হাসপাতালের মুজিব কর্ণার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবেন, লাইব্রেরীরে থাকা বই পড়তে পারবেন এবং প্রতিদিনের নিউজ পেপার পড়ারও ব্যবস্থা থাকবে সেখানে, পর্যায়ক্রমে আধুনিক লাইব্রেরীতে রুপান্তর করা হরে স্বাস্থ্য কমপ্লেক্সের এই মুজিব কর্ণার ও লাইব্রেরী। অনুষ্ঠানে মেডিকেল অফিসার শুভ্র সাহা, ডা. সামিউল ইসলাম, ডা. শিমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ধামইরহাট হাসপাতালে ৩ বছর পর চালু হলো ইসিজি মেশিন

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে প্রায় ৩ বছর পর চালু করা হলো ইসিজি সেবা। হাসপাতালে কোন জরুরী শ্বাস কষ্ট বা বুকের ব্যথায় কিংবা কোন মৃত রোগী আসলে ভরসা বাহিরের ডায়গনস্টিক গুলো। এতে তাৎক্ষনিক ভাবে ইসিজি সেবা না দেওয়ায় অনেক সময় রোগীর অসুস্থ্যতার মাপ নিরুপন করা সহজ হয় না জন্য পরিস্থিতি বেগতিক হয়ে যায়। এই দুর্ভোগ লাঘব করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস একাধিক বার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরই ফলশ্রতিতে ১৬ আগস সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সীতে নতুন ইসিজি সেবা চালুর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। এ সময় মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম, ডা. শুভ্র সাহা, ডা. শিমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335