বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

শোক হোক নতুন প্রজন্মের শক্তি…এমপি শাহে আলম

সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: কাঁদো বাঙ্গালী কাঁদো। হ্যা বাঙ্গালীর সাথে সাথে প্রকৃতিরও যেন মন কাঁদছিলো। আজ ১৫ আগস্ট সোনার বাংলা গড়ার কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি পালন করেণ।

কর্মসূচির মধ্যে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়মী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কািমটির সাবেক সভাপতি মো. শাহে আলম। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকে আজকের শোককে শক্তিতে রুপান্তর করতে হবে।

বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর রক্তের ঋণের অবদান নতুনদের কাছে জানাতে হবে। তবেই স্বাধীন বাংলার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো স্বার্থহীন দেশ প্রেমিকেরা দেশকে নেতৃত্ব দিয়ে আগামীর পথে পরিচালনা করতে পারবে। এ আলোচনা সভায়  বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন সরদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম ও এটিএম মোস্তফা সরদার,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু ও আ.মন্নান মৃধা,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম

টুকু,ওমর ফারুক ও মোয়াজ্জেম হোসেন মন্টু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বর্তমান সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,যুবলীগ নেতা মহসিন রেজা,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। পরে ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে এর আগে এমপি শাহে আলমের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335