বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন
বগুড়া সংবাদদাতা : বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
গতকাল রোববার বগুড়া চেম্বার ভবনে শুভেচ্ছা বিনিময়কালে মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দদের বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। মহান ’৭১ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আর প্রগতিশীল চর্চায় সাংস্কৃতিককর্মীরা বিশেষ অবদান রেখেছেন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন রাষ্ট্র গঠন করে সোনার বাংলাদেশ গড়তে নিজেকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু’র সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কল্যাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নশীল দেশ এখন সময়ের ব্যাপার মাত্র। সকল ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়ার ধারাবাহিকতায় দেশীয় সাংস্কৃতিককর্মকান্ডকে এগিয়ে নিতে তিনি সার্বিকভাবে সহযোগিতা করছেন।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নব নির্বাচিত কমিটির সভাপতি তৌফিক হাসান ময়নার নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, আতিকুর রহমান মিঠু, আছাদ হোসেন, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, অর্থ সম্পাদক জাহিদুর রহমান মুক্তা, প্রচার সম্পাদক এইচ আলিম, নির্বাহি সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, হাকীম এমএ মজিদ মিয়া, নাট্যকর্মী আব্দুল হান্নান, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো।