শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:১৯ পূর্বাহ্ন
সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি: মুজিব মানেই বিশ্বাস,মুজিব মানেই চেতনা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশ। এক মুজিবকে হারিয়ে লাখো লাখো মুজিব বাংলার রাজপথে অতন্ত্র প্রহরীর মতো রয়েছেন স্বাধীন মানচিত্র পাহাড়ায়। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,উপ-মহাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা। আর এই এগিয়ে চলার মিছিল থেকে পিছিয়ে নেই বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরাও।
১৫ আগস্টের বেদনার প্রথম প্রহরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদারের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মীরা বাঙ্গালীর শোককে শক্তিতে পরিণত করে বিভিন্ন শ্লোগানে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্ত্বর প্রকম্পিত করেণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান
উজ্জ্বল,ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানবীর আহমোমদ রনি, সাধারণ সম্পাদক সৈয়দ তৌসিফ হোসেন, ফাহিম, তানজিল, বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. সাইদুল হক, ছাত্রলীগ নেতা মো. বেল্লাল হোসেন, ইলুহার ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মশিউর রহমান, মো. শাওন হোসেন, মো. আলামিন, উদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সৌরভ, এ কেএম জাকারিয়া, সদর ইউনিয়ন
ছাত্রলীগ নেতা মো. সাইফুল, মো. শুভ, সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সবুজ, মো. রাজু, জাকির বালী, বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মিঠু, সজিব, মো. রাব্বি, মেহেদি হাসান, সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো.আসাদ হাওলাদার প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেণ।