শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

শিবগঞ্জে ফসলি জমিতে একাধিক পুকুর খনন জলাবদ্ধতায় আমন ধানে ব্যাপক ক্ষতি কৃষক দিশেহারা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ফসলি জমিতে একাধিক পুকুর খনন, ৪টি ব্রীজের মুখে মাটি দিয়ে ভরাট করে মাঠের পানি নিষ্কাশনের বাঁধা প্রদান করায় ৮শত বিঘা জমির আমন ধানের চারা গাছে পচন, ৬ গ্রামের ২ শতাধিক কৃষক সহ ৬ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের আতাহার, ছোট বেলঘরিয়া, কুলুপাড়া, নয়াপাড়া, নান্দুরা, আটমূল পূর্বপাড়া গ্রামের কৃষকরা অনেক আশা বুকে নিয়ে তারা তাদের প্রাণের ফসল আমনধান রোপন করেছেন।

এ বছর অতি বৃষ্টি হওয়ার কারণে ওই এলাকার কয়েক প্রভাবশালী ব্যক্তি ফসলি জমিতে একাধিক পুকুর খনন করে ও ৪টি ব্রীজের মুখ মাটি দ্বারা ভরাট করে দেওয়ার কারণে মাঠের পানি কোন দিক দিয়ে যেতে পারছে না। এর ফলে কৃষকরা দিশেহারা হয়ে পরেছেন। কৃষক গাজিউল ইসলাম, মোজাফ্্ফর হোসেন, খোরশেদ, বেলাল হোসেন আঃ লতিফ অভিযোগ করে বলেন, মাষ্টার রুবেল মিয়া, আঃ রশিদ, এনামুল কাজী, মোঃ ফিরোজ মিয়া সহ কয়েকজন ফসলি জমিতে পুকুর খনন করার কারণে পানি পারাপারের দীর্ঘদিনের ড্রেন গুলো তারা বন্ধ করে দিয়েছেন।

আমরা উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। তারা বলেন শুধু তাই নয় রাস্তা-ঘাট, বাড়ি-ঘর পানিতে তলিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে আমাদের মাঠের উঁচু জমিতে পানি বেঁধে থাকার ফলে রবি ফসল, বেগুন, করলা, শসা, লাউ, তরমুজ সহ বিভিন্ন ফসল সময় মত চাষাবাদ করতে পারছি না। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি সরেজমিনে

দেখে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল-মুজাহিদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আটমূল ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন বলেন, আমি পুকুর খনন করলেও পুকুরে পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিয়েছি।

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দিনে ২১ আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ থানা পুলিশ গত ৩ দিনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা, মাদক সেবন, ১৫১ ধারা ও মাদক ব্যবসার অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাজু মিয়া, মাহবুব আলী, রঞ্জু মিয়া, ফারুক হোসেন, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, শিফন মিয়া, পলি খাতুন, খায়রুল ইসলাম, মাহমুদ সরকার, জিল্লাল হোসেন, মতিন প্রাং, ফজলাল প্রাং, আলমগীর হোসেন, আবু বক্কর, তোফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, পিন্টু মিয়া, শরিফুল ইসলাম। আটককৃতদের গত ৩দিনে পর্যায় ক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335