বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার ধুনট উপজেলায় মায়ের অভিযোগে মধু মন্ডল (৩০) নামে এক মাদকসেবীর ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবী মধু মন্ডল ধুনট পৌর এলাকার সদরপাড়ার মৃত শাহা আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধু মন্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে পরিবারের লোকজনকে নির্যাতন করে আসছিল। এতে অতিষ্ট হয়ে তার মা বানু বেগম ধুনট থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গতকাল রোববার দুপুরের দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মধু মন্ডলকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। পরে শুনানী শেষে দোষী সাব্যস্ত করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৯ (১) ধারায় মধু মন্ডলের বিরুদ্ধে উক্ত দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।