শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

হুমকি অনিয়ম দুর্নীতির অভিযোগ গাবতলী মহিষাবান চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আমিনুল ইসলাম গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী মহিষাবান ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও আ’লীগনেতা স্বপনকে লাঞ্ছিত করার ঘটনায় বিচারের দাবিতে মহিষাবান ইউনিয়নের সর্বস্তরের ব্যনারে ১৩ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় পেরিহাট এলাকায় নারী পুরুষ মানববন্ধন করেছে। ব্যনারে উল্লেখ করা হয়েছে মহিষাবানে সরকারি চাল উদ্ধারকে কেন্দ্র করে আ’লীগনেতা জাহিদুল ইসলাম স্বপনকে চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনি কর্তৃক লাঞ্ছিত ও প্রাননাশের হুমকি এবং ১ জুন ২০২০ তারিখে সরকারের বিভিন্ন দপ্তরে

চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আ’লীগনেতা জাহিদুল ইসলাম স্বপন, আলীগনেতা ফজলার রহমান, ওয়াজেদ আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ বুলেট, ইউপি সদস্য জহুর আহম্মেদ টপি, আব্দুস সালাম সরকার দুদু, আব্দুল আলিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক হায়দার আলী, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক, সৈয়দ আলী, এলাকাবাসী দৌলতজ্জামান এলাকার নারী ও পুরুষগন

উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশনেয়া মেম্বারগন বলেন, তাদেরকে চেয়ারম্যান আমিনুল ইসলাম পরিষদের সকল কর্মকান্ড থেকে বঞ্চিত করে কতিপয় মেম্বরদের নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে চলেছে। তারা চেয়ারম্যানে অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠ বিচার দাবী করেন। এলাকাবাসী পক্ষে আ’লীগনেতা জাহিদুল ইসলাম স্বপন, শ্রমিকলীগনেতা জাকিউল হাসান শাপলাসহ একাধিক ব্যাক্তি চেয়ারম্যান আমিনুল ইসলামের বিভিন্ন অনিয়ম

দুর্নীতি স্বনজপ্রীতির তদন্ত পুর্বক প্রশাসনের কাছে শাস্তির দাবি করেন। এব্যপারে মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বললে তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। মহিষাবানে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। তিনি বলেন মানববন্ধনে অংশ নেয়া মেম্বরদের কারো কারো বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের একাধিকবার বিচার করা হয়েছে।

গাবতলীতে শত্রুতা করে পুকুরে বিষ গ্রয়োগ লক্ষাধিক টাকার মাছ নিধন

আমিনুল ইসলাম গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে শত্রুতা করে চাষকৃত পুকুরে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ আগষ্ট দিবাগত গভীর রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের ক্ষিরাপাড়া গ্রামে। উক্ত গ্রামের আমির আলীর ছেলে রায়হান আলী তার ৮০ শতাংশ পরিমান জমিতে পুকুর খনন করে দীর্ঘদিন ধরে রুই, মৃগেল, গ্লাসকাপ, পুটিসহ বিভিন্ন মাছ চাষ করে আসছে। কে বা কাহারা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগের করে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য চাষি রায়হান আলী জানান।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335