gtbnews
- ১২ আগস্ট, ২০২০ / ১২৩ বার পঠিত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বগুড়া- রংপুর জাতীয় মহাসড়কের রাইগ্রাম মোড় নামক স্থানে সড়ক দূঘটনায় মা রেজিয়া গাড়ির হেলপার সাইদ (১৭)ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ ১১ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আশা মা রেজিয়া পরিবহনের একটি নাইট কোচ ( ঢাকা মেট্রোঃ ব ১৫-২৮০৪) গাড়িটি রাইগ্রাম মোড়ে পৌছিলে ঘটনাস্থলে দারিয়া থাকা একটি বাসের পিছনে ধাক্কা লাগলে গাড়ির হেলপার নিহত হয়। নিহত সাইদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রাম বলে তাক্ষনিক নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকার্তা পি এস আই সফিউল ইসলাম।
Like this:
Like Loading...
Related