শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আইনুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ৯ আগষ্ট রোববার বেলা ১২ টায় বরেন্দ্র অফিস মোড়ে আয়োজিত আলোচনা সভায় নওগাঁ জেলা আদিবাসী যুব পরিষদের যুগ্ন আহবায়ক মার্টিন মুরমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কি, নওগাঁ জেলা কমিটির সাবেক সভাপতি আমিন কুজুর, নওগাঁ জেলা কমিটির সদস্য ও পোরশা উপজেলা কমিটির সাবেক সভাপতি মহেন্দ্র পাহান, মহাদেবপুর উপজেলা কমিটির আহবায়ক সুশিল কুজুর, মহাদেবপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মহেশ্বর সরেন, সাবেক সভাপতি দিলীপ পাহান, আদিবাসী ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান, পোরশা উপজেলা কমিটির সাবেক সভাপতি আইচন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি জীবন উঁড়াও, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সদস্য গৌতম কুমার মহন্ত, ছাত্রলীগ

মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক যোগেশ উঁড়াও।আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দেড় শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ঘন্টাকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা আদিবাসীদের দীর্ঘদিনের ৯ দফা দাবী বাস্তবায়নের আবেদনসহ তাদের জীবন যাত্রার মান উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335