শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

দেশে গণতন্ত্র না থাকায় বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ড

দেশে গণতন্ত্র না থাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মহিলাদল আয়োজিত সারাদেশে বর্বরোচিত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদবিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র আজ দেশে নির্বাসিত বলে শিশু ও নারী নির্যাতনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব নারী ও শিশু নির্যাতনের সঙ্গে সরকারি দলের ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত। তাই এসব অপরাধীদরে গ্রেপ্তার করা হয় না এবং নারী ও শিশু নির্যাতন ও বন্ধ হয় না।’
ক্ষমতাসীনরা বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘আগামী দিনে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খোলেদা জিয়াকে আন্দোলন গড়ে তুলতে হবে। যাতে দেশে গণতন্ত্র ফিরে আসে এবং পুনপ্রতিষ্ঠা পায়।’
আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ। সুত্র-বাংলামেইল২৪ডটকম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335