শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

ধামইরহাটে মুজিববর্ষে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগে ২ হাজার চারা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষ উপলক্ষে ধামইরহাট-পত্নীতলা এলাকার এমপি শহীদুজ্জামান সরকারের নির্দেশে ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের নিজ উদ্যোগে সপ্তাহ ব্যাপী এলাকাবাসীর মাঝে ফলজ,বনজ ও ঔষধি ২ হাজার চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে ২৪ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে চারা সপ্তাহ ব্যাপী চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী।

এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য রেহেনা পারভীন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা সপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক পাস্কায়েল হেমরম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কনকসহ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন,‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় সাংসদের নির্দেশনা মোতাবেক ও উপজেলা প্রশাসনের ঘোষিত সবুজ ধামইরহাটকে আরও বৃক্ষে ভরে দিতে এই উদ্যোগ নিয়েছি, আজকে মাল্টা, থাই পিয়ারা, লেবু, পাতি নেওয়া, বনকাঠাল, বেড়না, হরিফল, আম্রপালি, ম্যাংগো ব্যানানা, বারি আম-৪, বারি আম-৭, গৌড়মতি, চায়না উন্নত প্রজাতির লিচু, পেপে, জলপাই, আমড়া, কামরাঙ্গা, সুপারি, নারিকেল, বনজ প্রজাতির মধ্যে মেহগনি, আকাশমনি, মহুয়া এবং ঔষধি জাতের মধ্যে আমলকি, হরিতকীসহ ২৫ প্রজাতির ২ শতাধিক চারা বিতরণ করা হলো, যাদের যে গাছ প্রয়োজন তাদের চাহিদা মোতাবেক আগামী ৭ দিনে ওইসব চারা বিনামুল্যে সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335