বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

ধামইরহাট ইউনিয়নে দেড় হাজার অধিক পরিবারে ভিজিএফ’র চাল বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ১ হাজার ৫ শত ৪৩ টি পরিবারের মাঝে ভিজিএফ’ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই সকাল ১০ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেক কে ১০ কেজি করে মোট ১৫ হাজার ৪ শত ৩০ কেজ চাল বিতরণ করা হয়। এ সময় ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইস্রাফিল হোসেন, জনস্বাস্থ্য

সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রেহেনা পারভীন, আ. সালাম ফুল্টু, এনামুল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২২ জুলাই ভিজিএফ বিতরণ কর্মসূচিতে ১ হাজার ৪শত ৯৬ জন চাল গ্রহণ করেন। তালিকায় থাকা আরও ৪৭ জন

অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যান কারুজ্জামান প্রতিটি বাড়ীতে গ্রাম পুলিশ দ্বারা খবর পাঠিয়ে দিলে বৃহস্পতিবার সকালে তারা চাল নিয়ে যান এবং বাড়ীতে গিয়ে খবর দিয়ে পরিষদে ডেকে এনে ভিজিএফ’র চাল দেওয়ায় এবং করোনা কালীন পরিস্থিতিতে নিজ উদ্যোগে ত্রাণ সহযোগিতা, সরকারি প্রনোদনা সঠিক ভাবে বিতরণ ও প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ভুক্তভোগীদের খোজ নেওয়ায় এলাকাবাসী চেয়ারম্যান কামরুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন উপকারভোগীরা।

ধামইরহাটে রাতভর টানা বৃষ্টিতে ২০টি পরিবার প্লাবিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রাতভর বৃষ্টিতে সারাদেশের ন্যায় ধামইরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সাথে পৌর সদরের প্রায় ২০টি পরিবার পানি প্লাবিত হয়েছে। রাতের ঘুম হারাম করে ভুক্তভোগীরা দিক বিদিক ছুটাছুটির করুণ্য দৃষ্য যেন দেখার কেউ ছিল না, কারণ প্রতিবেশী প্রতিটি বাড়ীতেই ছিল একই অবস্থা। ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, তার বাড়ীর ফ্রিজ, চাল-ডাল, কাপড়, ল্যাপ-তোষক, গ্যাসের চুলা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়েছে। রাতে ঘুমানোর পর বৃষ্টি পানি যখন ঘরের খাট পর্যন্ত পৌছায়, তখন আতংক ছাড়া চোখে কোন কিছু ছিল না। ক্ষতিগ্রন্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাহেলা বেগমের ঘরের প্রায় ১০ মন চাল পানিতে নিমজ্জিত হয়, ছেলে-মেয়েদের বই-খাতা, কম্বলসহ মুল্যবান জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়।

এছাড়াও ক্ষতিগ্রস্থ আকতার হোসেন (সিজন), এম.এ হাসেম, কাপড় ব্যবসায়ী জিল্লুর রহমান, চশমা দোকানদার ইলিয়াস আলম, কলেজ শিক্ষক তৌফিকুল ইসলাম, সোহরাব হোসেন, ডা. লুৎফর রহমান, মিনা বেগম, সামসুল আলম, সাইফুল ইসলাম, মৃত আব্দুল লতিল মাস্টারের বাড়ী, ব্যবসায়ী লাল মিয়া, অবসর পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আসমা বেগমের বৃষ্টিতে পানি নির্ঘূম রাত কাটিয়েছেন।
ঘটনার সংবাদ পেয়ে ধামইরহাট পৌর মেয়র মো. আমিনুর রহমান ঘটনাস্থলে লোক পাঠান এবং ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পানির ড্রেন বন্ধ হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে অনেকেই জানান। ক্ষতিগ্রস্থরা করোনা কালীন সময়ে আকস্মিকভাবে আরও ক্ষতির শিকার হয়েছেন।

ধামইরহাটে মানবসেবার উদ্যোগে ৩০ জন এতিম শিশু পেল ঈদের নতুন পোশাক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাছাইকরা ৩০ জন এতিম শিশুদের মাঝে এইসব কাপড় বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস.আই মহসীন আলী, সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, সদস্য মাহফুজ হোসেন, সুজন হোসেন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত র্ছিলেন।

ধামইরহাটে রিক এর উদ্যোগে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বেসরকারী সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ২৩ জুলাই দুপুর ১২ টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) জয়পুরহাট জোন জয়পুরহাট এরিয়ার ধামইরহাট শাখা ও আগ্রাদ্বিগুন শাখার আওতাধীন অতিদরিদ্র সদস্যের মেধাবী ছেলে মেয়েদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন নির্বাহী অফিসার জনাব গনপতি রায়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, রিক এর জোনালম্যানেজার মুহাঃ আব্দুল আলিম, এরিয়া ম্যানেজার মোঃ আবুল হোসেন , ধামইরহাট শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, ্আগ্রাদ্বিগুন শাখার ব্যবস্থাাপক মোঃ কামরুল হাসান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335