শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২০ অপরাহ্ন

বগুড়ায় ভিজিএফের ৯৩ বস্তা চালসহ আওয়ামীলীগ-যুবলীগ নেতা আটক

জিটিবি নিউজঃ বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে পাচারের চেষ্টাকালে ৩ হাজার ২৬৫ কেজি ওজনের ৯৩ বস্তা ভিজিএফের চালসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন,সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মণ্ডল (৪৫) ও ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন (৩৮)।

বুধবার রাত ১২টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর শহরাবাড়ি ঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকাসহ চাল আটক করা হয়।

শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান চাল আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার রাতে ট্রলারে করে ৯৩ বস্তা চাল সারিয়াকান্দি থেকে যমুনা নদী দিয়ে নিয়ে যাওয়া হয় ধুনট উপজেলার শহরাবাড়ি ঘাটে। সেখানে থেকে চাল নামানোর সময় পুলিশ ট্রলারসহ চাল আটক করে। এসময় চালের মালিক যুবলীগ নেতা আল আমিনকে আটক করে। পরে আল আমিনের তথ্য অনুযায়ী পুলিশ সারিয়াকান্দি থেকে আওয়ামী লীগ নেতা মজনু খানকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে গত ২১ জুলাই সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। সেই চাল কম মূল্যে কিনে নেন যুবলীগ নেতা আল আমিন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335