বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

সিংড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মৎস্য অধিদফতরের মতবিনিময় সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে রবিবার বেলা ১২টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে স্বাদু পানিতে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ ৪র্থ স্থান অর্জন, মাছে ফরমালিনের অপব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষনে সচেতনতা সৃষ্টি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. মোঃ মাহবুবুর রহমান তালুকদার এতে সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভার উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সিনিয়র সহ সভাপতি লতিফ মাহমুদ, সহ সভাপতি খান মোঃ শারফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক আকতার হোসেন অপূর্ব, সদস্য রাকিবুল ইসলাম,আশরাফুল ইসলাম সুমন, আঃ আলিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, সহকারী মৎস্য সম্প্রসারন অফিসার খায়রুল ইসলাম।
মতবিনিময় সভায় মৎস্য অফিসার গণমাধ্যম কর্মীদের জানান, মৎস্য অধিদফতরের পাশাপাশি মৎস্য চাষী, মৎস্যজীবীদের চেষ্টায় বর্তমান সরকারের সাফল্য হিসেবে বাংলাদেশ মাছ উৎপাদনে আজ বিশ্বে ৪র্থ স্থান অর্জন করেছে। এসময় মাছ চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান মৎস্য অফিসার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335