শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

ধামইরহাটে চোরসহ চোরা গরু উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-নওগাঁর ধামইরহাটে রাতের আধারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চোরকে গরুসহ হাতে নাতে ধরে গণপিটুনি দিয়েছে। এতে গরুর মালিকের দেড় লক্ষ টাকা রক্ষা পায়। জানা গেছে, শনিবার গভির রাতে উপজেলার বল্লা ভগবানবাটি গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের এর বাড়ির ঘোয়াল ঘরে সিঁধকেটে এক দল চোর ঘোয়ালে প্রবেশ করে। ৩ টি গাভী চুরি করে ভটভটি যোগে পালানোর সময়

গৃহকর্তা জানতে পায় এবং চিৎকার দিতে থাকে। তাঁর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে চুরি যাওয়া গরুগুলো এলাকার বিভিন্ন স্থানে খোজা খুজি শুরু করে। এক পর্যায়ে কাজিপুর গ্রামে অবস্থিত রাইস মিলের পাশ থেকে গরুসহ আসলাম হোসেন (৫৫)কে উদ্ধার করে।

গ্রামবাসীর উপস্থিতি জানতে পেরে আসলামের সাথে থাকা অন্য চোরেরা ভটভটি যোগে পালিয়ে যায়। পরে গ্রাম বাসী আসলামকে উত্তম-মাধ্যম দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। চোর আসলাম ধামইরহাট পৌরসভার অন্তগর্ত উত্তর চকযদু গ্রামের মৃত ছলিম উদ্দিনের পুত্র। ধৃত আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি মোঃ আবদুল মমিন জানান, গরুর মালিক মোয়াজ্জেম বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। আসলামের বিরুদ্ধে থানায় কি কি মামলা আছে তার অনুসন্ধান চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335