বুধবার, ২৯ Jun ২০২২, ১০:৪৬ অপরাহ্ন
জিটিবি নিউজঃ বগুড়ার গাবতলীর সাবাসপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের সাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক বিভাগ জানায়, ব্রিজটির ধারণক্ষমতা ছিল ১০ টনের আর ট্রাকটির লোড ছিল ৫০ টন। যার কারণে ব্রিজটি ভেঙে গেছে।
স্হানীয়রা জানান, সকালে সিমেন্টবোঝাই একটি ট্রাক বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। ওই ব্রিজ পার হওয়ার সময় ট্রাকের লোডে সেটি ভেঙে পড়ে। এতে করে ট্রাকটি খালে পড়ে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকেৌশলী আশরাফুজ্জামান জানান, ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চলছে।
তিনি বলেন, ট্রাকটির মালিকের নামে মামলা করা হবে।