শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে অবদান রাখছে এসটিসি ব্যাংক লি.

আইনুল ইসলাম: কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে অবদান রাখছে এসটিসি ব্যাংক লি. মহাদেবপুর শাখা। ১৫ই মে ২০১৯ সালে উদ্বোধনের পর থেকে অদ্যাবধি দারিদ্র বিমোচনের লক্ষে ৭৪৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৭০ লক্ষ টাকার অধিক বিনিয়োগ করেন। যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা

জীবনমান উন্নত করে স্বাবলম্বী হতে পারে। এছাড়াও ব্যাংকটিতে স্থানীয় ৯জন শিক্ষিত বেকারের কর্মসংস্থান হয়েছে। সমবায় ভিত্তিতে ব্যাংকটি পরিচালিত হওয়ার কারণে তারা সকলেই ব্যাংকে বিনিয়োগ করেছেন। উক্ত ব্যাংকটিতে গ্রাহকের বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৪ লক্ষ টাকা।

ব্যাংকটির ম্যানেজার (ভারপ্রাপ্ত) তপন কুমার মন্ডল জানান, তিনি দায়িত্ব নেয়ার পর থেকে সুন্দরভাবে কার্যসম্পাদন করে আসছেন। ব্যাংকটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335