শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে মানব পাচারকারী চক্রের এক সদস্য গেস্খফতার রক্ষা পেল-২১

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহরের সৌরভ আবাসিক হোটেল থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে রাখা ২১ যুবককে উদ্ধারসহ লাভলু নামে এক মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, নরসিংদি ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান থেকে আনা ২৫ জন যুবককে জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে জয়পুরহাট শহরের সৌরভে আসাসিকে -১২ জন এবং পৃথিরী আবাসিক হোটেলে-১৩ জনকে রাখা হয়েছিল, এমন গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত ১১টায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এমরান মাহমুদ তুহিন সঙ্গীয় ফোর্সসহ হোটেলটি ঘেড়াও করে।

পরে হোটেলে তল্লাশী চালিয়ে রাতেই স্থানিয় সৌরভ আবাসিক থেকে ১০জনকে এবং পরে শনিবার সাকলা ১১টার দিকে পৃথিবী আবাসিক হোটেল থেকে আরো ১১জনকে মোট ২১জন যুবককে উদ্ধার করে। সেই সাথে জয়পুরহাট সদরের চক দাদরা গ্রামের সিরাজ আকন্দের ছেলে মানর পাচারকারী চক্রের সদস্য লাভলু মিয়াকে আটক করে ডিবি পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রাম ডাকুয়া গ্রামের মৃত. কফিল উদ্দীনের ছেলে জাকারিয়া (২৭), একই উপজেলার মৃত. বক্তার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৮), বাদশা মিয়ার ছেলে ফারুক মিয়া, একই উপজেলার পশ্চিম কালু বেলকা গ্রামের নজির হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন, লবিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে মানিক মিয়া (২০), একই গ্রামের মৃত. আব্দুল আলীমের ছেলে হানিফা (৩৫), মৃত শহিদুল্লার ছেলে আল আমিন (২৩) ও নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁন্দের কান্দি গ্রামের আ: লতিফের ছেলে রমজান আলী (২০) ও একই জেলার শিবপুর উপজেলার ধনিয়া গ্রামের নজি মদ্দীন। পরের ১১জনের নাম ঠিাকানা পাওয়া যায়নি।
জয়পুরহাট ডিবি পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান জানান, সংঘবদ্ধ পাচারকারীরা এসব নিরীহ প্রকৃতির যুবকদের নির্মান শ্রমিকের কাজ দেওয়া হবে বলে লোভ দেখিয়ে নেপালে পাচারের চেষ্টা করছিল। পাচারকারী আরো কতজনকে এ সীমান্ত পথে পাচার করেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের অন্যান্য পাচারকারীদেরও শিঘ্রই গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335