শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

ডিমলায় ট্রাকে পাচারের সময় ৯টি ভারতীয় গরু সহ গ্রেফতার ৭।

জিটিবি নিউজঃ নীলফামারীর ডিমলায় ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৯টি ভারতীয় গরু ট্রাকে করে পাচারের সময় আটক করেছে থানা পুলিশ।এ ঘটনায় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।ওই ৭ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আরও ১ চোর ও মাদক মামলার ১ ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট ৯ জনকে শনিবার(২৭ জুন)বিকেলে আদালতে সোপর্দ করেছেন ডিমলা থানা পুলিশ।গরুর ব্যাপারে গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোজাম্মেল হকের ছেলে

চোরাকারবারি সাজু ইসলাম(৩৫),একই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাঝিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩৬),ঠাকুরগঞ্জ জালিয়া পাড়ার মৃত কেশব দাশের ছেলের গনেশ দাশ(২৮),ঠাকুরগঞ্জ মাঝি পাড়ার মৃত আব্দুল হকের ছেলে তপন হক(২৭),ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের তাতীপাড়া গ্রামে ঝাইয়ারু দেবনাথের ছেলে জীবন দেবনাথ ওরফে কাত্তিক(২৭),গরু বহনকারী ট্রাকটির ড্রাইভার ও সিরাজগঞ্জ বন্যাকান্দি উল্লাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম(৩৫), ট্রাকটির সহযোগী(হেলপার) ও সিরাজগঞ্জ শলঙ্গার চড়িয়াকান্দি গ্রামের সামসুল আলমের ছেলে সেলিম রেজা(২৪)।

 

জানা যায়,শুক্রবার (২৬ জুন)বিকেল পাঁচটার পর ভারতীয় গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারের পাশে ডোমার গোমনাতী রোডের একটি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিমলা থানার এসআই বাকিনুর ইসলাম,মাসুদ মিয়া,এএসআই জহুরুল হক,মাহবুবুল ইসলাম সঙ্গীয়ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ড-১৩৫৫৬০ নম্বরের একটি ট্রাকে থাকা ৯টি গরুর ৬টি গরু আটক করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌাছানোর আগেই কিছু দুস্কৃতকারীরা ট্রাকে থাকা ৯টি গরুর মধ্যে ৩টি গরু আত্মসাতের জন্য অন্যত্রে সরিয়ে নেয়ার খবরে পুলিশ আশ-পাশের এলাকায় তল্লাশি চালিয়ে ওই ৩টি গরুও উদ্ধারের পর ৯টি গরু সহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন।গরু গুলোর বাজার মুল্য আনুমানিক ৬ লাখ টাকা।

এ ঘটনায় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ রাতেই উল্লেখিত ৭ জনকে গ্রেফতার করেন।শনিবার ডিমলা থানার এসআই বাকিনুর ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত ৭ ব্যক্তি সহ নামীয় ১০জন ও অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নং-২১,তারিখ ২৭/৬/২০২০ইং দায়ের করেন।অপরদিকে শনিবার দুপুরে ডিমলা থানার এএসআই শাহিন আলম উপজেলার দক্ষিন সোনাখুলি ইউনিয়নের মৃত হবিবর রহমানের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আসাদুর রহমান(২৫)কে উক্ত ইউনিয়নের বাজার থেকে গ্রেফতার করেন ও থানা পুলিশ ডিমলা সদরের পোস্ট অফিস মোড়ের একটি বাড়ি চুরির ঘটনায় নুরুজ্জামান(৩৪)নামের এক যুবককে গ্রেফতারের পর বিকেলে গ্রেফতারকৃত মোট ৯ জনকেই আদালতে সোপর্দ করেন।আটককৃতরা জানান, আটককৃত গরু গুলো পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাজু ইসলামের কাছ থেকে ট্রাকে করে টাঙ্গাইল মধুপুরের গরু ব্যবসায়ী জৈনিক আশরাফুলের কাছে যাচ্ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মফিজ উদ্দিন শেখ বলেন,
ট্রাক সহ ৯টি ভারতীয় গরু আটক ও ৭ জন গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গরুর ঘটনায় গ্রেফতারকৃত ৭ জন,বাড়ি চুরির ঘটনায় ১ জন ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী সহ মোট গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335