শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

নওগাঁয় বিচারক, চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ ৩৮৫জন করোনায় আক্রান্ত

জিটিবি নিউজঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ বেপরোয়া গতিতে বেড়েই চলেছে। আজ পর্যন্ত নওগাঁয় ২জন বিচারক, ৭জন ডাক্তার, ২জন শিক্ষক, ৩জন মেডিকেল এ্যাসিসটেন্টসহ নতুন করে আরও ৬০ জন দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৩৮৫ জন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ৩৯২টি নমুনার ফলাফল আমাদের হাতে আসে। এই ফলাফলের মধ্যে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের ২জন জুডিশিয়াল মাজিষ্ট্রেট, ৭জন ডাক্তার, ২জন শিক্ষক, ১ জন ব্যাংকার ও ৩জন মেডিকেল এ্যাসিসটেন্টসহ মোট ৬০ জন করোনা ভাইরাস পজেটিভ আসে।

এছাড়াও করোনা শনাক্ত হওয়া সকলের হোম আইসোলেশন ও হাসপাতালে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত জেলায় করোনা রুগী সুস্থ্য হয়েছেন ২০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। বর্তমানে কোয়ারেনটাইনে আছেন ১৪১৫ জন। এ পর্যন্ত ৩৮৫জন করোনায় আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335