বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

ফুলছড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ  পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ফুলছড়ি উপজেলার রতনপুর হইতে বালাসী ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম রেজাউর রহমান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ, গাইবান্ধা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার ইদ্রিস আলী, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।##

পলাশবাড়ীতে আল্লাহর দলের

তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী গ্রাম থেকে আজ ২৫ জুন বৃহস্পতিবার ভোররাতে বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সিমকার্ডসহ নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গ্রেফতারকৃরা উপজেলার আন্দুয়া গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে টিপু সুলতান (৩৬), বিশ্রামগাছী গ্রামের মৃত গোলাম সরোওয়ারের ছেলে গোলাপ মন্ডল (৩৫) ও পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের আবুল কাশেমের ছেলে আলামিন (৩৯)।

এবিষয়ে রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ এ প্রতিবেদককে জানান, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ওই তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

পলাশবাড়ী থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসই বাদল জানান,  এ ঘটনায় পলাশবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এরপর গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে #

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335