শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় করোনা ভাইরাসে পুলিশের মহিলা ইন্সপেক্টরসহ নতুন করে ৫ জন আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩১ জন

জিটিবি নিউজঃ গাইবান্ধায় করোনা ভাইরাসে পুলিশের মহিলা ইন্সপেক্টর শাকিলা পারভীনসহ নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে আজ মঙ্গলবার ২৩ জুন সকাল ১০টার রিপোর্টে জানা গেছে। এরমধ্যে করোনায় আক্রান্ত শাকিলা পারভীনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
দুর্ভাগ্যজনক হলো দিনাজপুরের ঘোড়াঘাটের বাসিন্দা উক্ত পুলিশ কর্মকর্তার ব্যবসায়ি স্বামী গত ১৯ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে সোমবার পর্যন্ত গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা ছিল ২১১ জন। গত ২৪ ঘন্টায় আরও ৫ জন বেড়ে জেলায় এখন মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জন।
তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩১ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২১৬ জন। এরমধ্যে ৬ জন মারা গেছে। ১৬৮ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ৪২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় ৫৩১ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৯২, গোব্দিন্দগঞ্জে ১৮২, সদরে ১১৪, ফুলছড়িতে ১৯, সাঘাটায় ২৯, পলাশবাড়িতে ৩৯ ও সাদুল্যাপুর উপজেলায় ৫৬ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335