বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

ধামইরহাটে মানবসেবার উদ্যোগে এতিম শিশুদের বাড়ী বাড়ী আম বিতরণ

জিটিবি নিউজঃ চলছে বর্ষাকাল, অনেকেই এই মৌসুমকে আমের মাস বা মধু মাস বলে। করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেকেই উন্মুক্ত পরিবেশে বাইরে আসতে পারছেনা। কিনতে পারছেনা নওগাঁ ঐতিহ্য বহনকারী নাক ফজলী আম। সুস্বাদু এই জাতের আম বিতরণ করা হয়েছে এতিম শিশুদের মাঝে। প্রতিটি শিশুর বাড়ীতে গিয়ে নাক ফজলী আম বিতরণ করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা।

১৬ জুন সকাল থেকে উপজেলার মঙ্গলকোঠা, চকময়রাম, হাটনগর, চকশরীফ, মালাহার, উত্তর চকযদু ও খড়মপুরসহ বিভিন্ন গ্রামে সামাজিক দুরত্বের কথা চিন্তা করে সদস্য মাহফুজকে সাথে নিয়ে ২৫ টি এতিম শিশুর বাড়ী বাড়ী আম পৌছে দেন মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ।

রাসেল মাহমুদ জানান, চলতি মধুমাসে এতিম ও অসহায়দের মাঝে সুস্বাদু নাক ফজলী আম বিতরণের উদ্দেশ্য হলো, করোনা ভাইরাস পরিস্থিতিতে এতিম ও অসহায়রাও যাতে অর্থের অভাবে আম-কাঠালের মৌসুমে বঞ্চিত না হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335