বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

যমুনা ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অনলাইন ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৩৮ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ দশমিক ৭৭ টাকায়।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ আগস্ট সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএমর স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335