শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

নভেলকোভিড-১৯চিকিৎসায়প্রবল সম্ভাবনাজাগাতেপারে হোমিওপ্যাথি

জিটিবি নিউজঃ কোভিড-১৯ চিকিৎসায়প্রবল সম্ভাবনাজাগাতেপারে হোমিওপ্যাথি। কারণ হোমিওপ্যাথি চিকিৎসারমূলনীতিহচ্ছেলক্ষণসমষ্টি ও ব্যক্তি স্বাতন্ত্র্যকরনেরমাধ্যমে ওষুধনির্ধারণ। হোমিওপ্যাথিরমূলউদ্দেশ্যইহচ্ছেইমিউনসিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাযাতেকরে রোগ সৃষ্টিকারীভাইরাস, ব্যাকটেরিয়াএবংঅন্যান্য রোগজকারণনির্মূল করাযায়। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রেসিডেন্ট তেদরোসআধানমসতর্ক করেবলেছেন, কোভিড-১৯ চিকিৎসায় যেনএন্টিবায়োটিকব্যবহারকরানাহয়। কারণভাইরাসজনিত রোগেএন্টিবায়োটিকব্যবহারেআক্রান্তদের মৃত্যুরহার বেড়েযাবে।

এমতাবস্থায়বডিরডিফেন্সসিস্টেম যদি শক্তিশালী হয়তাহলে কোনো রোগশরীরেমারাত্মকআকারধারণকরতেপারেনা, আক্রমণকরলেও সেটাহয় মৃদু আকারে।ইতিহাস থেকে দেখাযায়, হোমিওপ্যাথি আবিস্কৃত হওয়ার পর থেকে প্রতিটিমহামারিতেই গুরুত্বপূর্ণ ভূমিকাপালনকরেছে। বুঝারসুবিধার্থে এলোপ্যাথির সাথে যদি তুলনামূলকহিসেবকরাহয়, তাহলে দেখাযায় ১৮৩১ সালেকলেরামহামারিতেএলোপ্যাথি চিকিৎসায় মৃত্যুহারছিল ৪০% সেখানে হোমিওপ্যাথিতে ৯%। ১৮৫৪ সালেরলন্ডনেরকলেরাতেযথাক্রমে ৫৯% ও ৯%। ১৮৫৫ সালেররিওকলেরায় ৪০% ও ২%। ১৮৬২ সালেরডিপথেরিয়ায় ৮৩.৬০% ও ১৬.৪%। ১৮৮৬ সালেরইয়েলো ফেভারেযথাক্রমে ১৫.৫% ও ৬%। এছাড়াও ১৯১৮ সালের স্প্যানিশফ্লুতেহারটা ২৮.২% এবং ১.০৫%।

অতীতের এই পরিসংখ্যান থেকে সহজেইঅনুমেয় হোমিওপ্যাথি কতটাকার্যকরছিল। আমেরিকানইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট রোনাল্ডডাব্লিউডাসকিন (এমডি) বলেন, হোমিওপ্যাথি চিকিৎসারপরিসরবাড়ালে কোভিড-১৯ এ মৃত্যুহারকমেযাবে। আমেরিকানফুড এন্ড ড্রাগএডমিনিস্ট্রেশন (ঋউঅ) কোভিডচিকিৎসারজন্য হোমিওপ্যাথিকে বিবেচনাকরছে। কানাডারবিখ্যাত হোমিওপ্যাথ আন্দ্রে সেইনবলেছেন, হোমিওপ্যাথিরমাধ্যমেই সম্ভব করোনার মৃত্যুহারকমানো। বর্তমানবিশ্বের হোমিওপ্যাথিরপাইওনিয়ার জর্জ ভিথোলকাসও জোর দিয়েছেন কোভিড-১৯ এ লক্ষণভিত্তিকচিকিৎসায়। বর্তমানে হোমিওপ্যাথিরভূমিকাপ্রবল সম্ভাবনাজাগাচ্ছে করোনাচিকিৎসায়।

ইতালিরএকদলচিকিৎসক ৫০ জন কোভিডপজিটিভ রোগীদের টেলিচিকিৎসারএকটিডাটাতুলেধরেছেন, সেখানেবলাহয়েছেযারা হোমিওপ্যাথি চিকিৎসানিয়েছেনতাদের কাউকেইহাসপাতালেভর্তি হতেহয়নিএবংতাদের সবারইপরবর্তীতে কোভিড-১৯ নেগেটিভহয়েছে। ইতালিরবিখ্যাত হোমিওপ্যাথ ম্যাসিমোম্যাংগিয়ালাভোরিঅনেকপজিটিভ রোগীরচিকিৎসাকরেছেনযাদের প্রায়সবাইপরবর্তীতে নেগেটিভহয়েছেন।

উল্লেখ্য, তারা দুইভাবে হোমিওচিকিৎসা দিয়েছেন। ইমিউনবুস্টারবা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী প্রোফাইল্যাকটিকহিসেবেএবংআক্রান্তদের লক্ষণভিত্তিকচিকিৎসারমাধ্যমে। ভারতেরআয়ুশ (অণটঝঐ) মন্ত্রণালয়েরনির্দেশনায় গুজরাটেপ্রায় ৭৭ লক্ষ মানুষকেইমিউনবুস্টারহিসেবে মেডিসিন দেয়া হয় এতে অভাবনীয়ফল মেলে। তাদের রিসার্চে দেখাগিয়েছেচিকিৎসানিয়েছেনকিন্ত পরবর্তীতেপজিটিভহয়েছেএদেরসংখ্যামাত্র ১১ জন!এছাড়াও কেরালাতে ৫০ হাজারেরঅধিকমানুষকেইমিউনবুস্টার মেডিসিন দেয়া হয়েছেতাদের মধ্যে কারোইকরোনাপজিটিভহয়নি। আগ্রার নৈমিনাথ হোমিওপ্যাথিক মেডিকেলকলেজেরএকদলচিকিৎসকক্লিনিক্যালট্রায়ালের অংশ হিসেবেইন্ডিয়ানকাউন্সিল অফ মেডিকেলরিসার্চ (ওঈগজ) এরগাইডলাইনঅনুযায়ীঅনেকমানুষকেইমিউনবুস্টার হোমিও প্রোফাইল্যাক্সিস প্রয়োগকরেন।

এবংআক্রান্তদের লক্ষনভিত্তিকচিকিৎসা দেন, নৈমিনাথ মেডিকেলের হোমিওপ্যাথ রাকেশরাইএবংঅধ্যক্ষ প্রদীপ গুপ্তাবলেন মেডিসিন প্রয়োগকরার পর পরবর্তীরিপোর্টে তারাসবাই নেগেটিভহয়েছেনএবংযাদের রোগপ্রতিরোধেরজন্য দেয়া হয়তাদের কেউই নতুনকরেআক্রান্ত হননি। ভারতের স্বনামধন্য চিকিৎসকডাঃরাজনসংকরনতার মেডিকেলটিমেরমাধ্যমে ইরানেসফলভাবে হোমিওপ্যাথিকচিকিৎসা দেন সেখানেওসাফল্য প্রায়শতভাগ। ভারতেরবিখ্যাতএলোপ্যাথিকএমবিবিএসচিকিৎসকডাঃজশয়ান্ত পাতিলইমিউনবুস্টারহিসেবে হোমিওপ্যাথিক মেডিসিনেরভূয়সীপ্রশংসাকরেছেন। পাকিস্তানএবংকিউবাসরকারওসরকারিভাবে কোভিড -১৯ এ হোমিওপ্যাথি চিকিৎসারঅনুমতি দিয়েছে।

এসব দেশেওসফলভাবেচলছেচিকিৎসা। বাংলাদেশে কোভিড-১৯ এ হোমিওপ্যাথিরসাফল্যটাশুরু হয় সেন্ট্রালপুলিশহাসপাতালরাজারবাগে। সেখানেএকজন হোমিওপ্যাথকে নিয়োগ দেয়া হয় কোভিডচিকিৎসারজন্য। তিনি রোগীদেরকে দুইধাপেচিকিৎসা দেন। প্রথমধাপেযারাআক্রান্ত হননিতাদের ইমিউনবুস্টার হোমিও প্রোফাইল্যাক্সিস দেন ১ হাজারেরউপরেমানুষকে। দ্বিতীয়ধাপে ৫০ জন কোভিড-১৯ আক্রান্ত পজিটিভ রোগীরলক্ষণভিত্তিকচিকিৎসাশুরু করেনযাদের চিকিৎসাশুরুর ৫-৭ দিনেরমধ্যে ৪৯ জনের নেগেটিভরিপোর্ট আসে! ইমিউনবুস্টারহিসেবেযাদের দেয়া হয়েছেএখনপর্যন্ত কারোপজিটিভআসেনি। এরই প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টার থেকে একটিপ্রজ্ঞাপনজারিকরাহয়।

যেনসারা দেশেরপ্রতিজনপুলিশসদস্য হোমিও প্রোফাইল্যাকটিকইমিউনবুস্টারগ্রহণকরেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরেরঅল্টারনেটিভ মেডিকেল কেয়ার (অসপ), সরকারি হোমিওপ্যাথিকমেডিকেলকলেজমিরপুর, বঙ্গবন্ধু হোমিওপ্যাথিকবিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এবংবাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায়সারাদেশেই হোমিওপ্যাথি ইমিউনবুস্টার দেয়ারসিদ্ধান্ত গ্রহনকরাহয়। সারাদেশেইবিভিন্ন হোমিওপ্যাথিকসংগঠন, ডাক্তার, মেডিকেলকলেজসহঅনেকেইফ্রি ক্যাম্পকরছেনইমিউনবুস্টার দিচ্ছেন। কিন্ত সরকারিভাবেপর্যাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসকনিয়োগনা থাকায় রেজিস্টার্ড হোমিওপ্যাথরা টেলিমেডিসিন সেবাদিতেবাধ্য হচ্ছেন। টেলিফোনেচিকিৎসাসত্ত্বেওঅনেক কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেনএবংএভাবেইচিকিৎসাচলছেসারাদেশে। সেক্ষেত্রেও সফলতারহারঈর্ষণীয়।

দেশেরএকমাত্রসরকারি হোমিওপ্যাথিক মেডিকেলকলেজমিরপুরেও খোলাহয়েছেআইসোলেশনইউনিট। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে কোভিড-১৯’র কোনোনির্দিষ্ট মেডিসিনবাভ্যাক্সিনআবিস্কৃত হয়নি। মহাআতংকেরনামকোভিড-১৯। প্রাণঘাতি এ ভাইরাসব্যাপকহারেছড়িয়েপড়ে স্তব্ধকরে দিয়েছেসারা দুনিয়াকে।ইতিহাসেএমনমহামারিআরপ্রানহানীদ্বিতীয়টিহয়নিপৃথিবীতে।

সম্পূর্ণপৃথিবীআজ থমকেদাঁড়িয়েছেনভেলকরোনাভাইরাসেরআগ্রাসী ছোবলে। সোনারবাংলাওবাদ যায়নি এ ভাইরাসেরআক্রমণ থেকে। বর্তমানেবিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছেননির্দিষ্ট চিকিৎসা নেই সেজন্য চিকিৎসাকরতেহবেলক্ষণসমষ্টিরভিত্তিতে। আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়াসহবিভিন্ন দেশ অনেক মেডিসিনেরক্লিনিক্যালট্রায়াল দিয়েছে, চেষ্টাকরছেনযত দ্রুত সম্ভব ভ্যাক্সিন বেরকরাযায়।

ইতোমধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডিসিভির, ইভারমেক্টিনসহআরোঅনেকগুলি মেডিসিনকেকরোনার মেডিসিনহিসেবেভাবাহয়েছেকিন্ত সেগুলোও স্পেসিফিকনয়। এলোপ্যাথি চিকিৎসাকরতেহচ্ছেতাও সেই লক্ষণের ভিত্তিতেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335