শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

করোনায় এখনও ভয়াবহ ঝুকির মধ্যে বাংলাদেশ

জিটিবি নিউজ ডেস্কঃ    বিশ্বে যে ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি তাদের মধ্যে এখন বাংলাদেশও আছে।

বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৭৮২২। এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩৩৬১ জন

এই ৩০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যেসব দেশে :

যুক্তরাষ্ট্র – ১,০২,৬৯,৯৯৬

স্পেন ২০,৯৪,২০৯

ফ্রান্স – ১৩,৮৪,৬৩৩

কানাডা – ১১,৬৯,৩৮০

বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে ২৬৯ জন মানুষ কোভিড-১৯ সংক্রান্ত কারণে মারা গেছেন।

শতকরা হিসেবে বয়স বিশ্লেষণ-

০-১০: ২%

১১-২০: ০%

২১-৩০: ৩%

৩১-৪০: ৭%

৪১-৫০: ১৯%

৫১-৬০: ২৭%

ষাটের ওপরে: ৪২%

 

বিশ্বের নিরিখে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এবার এগোচ্ছে ৫০ লক্ষের দিকে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৪,৪২৯,৯৩০ এবং মৃত্যু হয়েছে ২,৯৮,১৭৪ জনের। পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা ১,৬৫৯,৮০৬। বিশ্বের নিরিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপ মহাদেশ। সেখানে ভাইরাসে মৃত্যু ১,৬০,০০০ ছাড়িয়েছে ইতিমধ্যেই।

তথ্য বলছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাম যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৪৩০,৩৪৮ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫,১৯৭ জনের। শেষ ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১,৮০০ জনের। রাশিয়া বাদে ইউরোপের স্পেন, ব্রিটেন এবং ইতালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

 

 

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335