শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ গাবতলীতে বালুদস্যু মহিদুলের অবৈধ বালু উত্তোলন-দেবে যাচ্ছে পাশের জমি

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নের চকডঙর এলাকার বালু দস্যু মহিদুল ইসলাম ভূ-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এর কারনে এলাকার ফসলীসহ পাশের জমি ভেঙ্গে পড়ায় ব্যাপক ক্ষতিসাধিত হচ্ছে। প্রতিকার চেয়ে এলাকা লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ কারীদের পক্ষে বাবু মিয়া স্বাক্ষরিত পত্রে জানাগেছে, গাবতলী নেপালতলী ইউনিয়নের চকডঙর মৌজার ফসলি জমিতে অগভীর নলকুপ বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে চলেছে। এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে মহিদুল ইসলাম বর্তমান দলিয় প্রভাব ও মুত্যুসহ বিভিন্ন ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারনে চকডঙর গ্রামের জহুরুল প্রাং, বুদা প্রাং, ইকবাল হোসেন, আবু বক্কর, টিটু মন্ডল, নয়ন মন্ডল, দুলু মন্ডল, মন্টু প্রাং, গেদি বেওয়া, আবু দাউদ খাঁ ও লেমন প্রাং জমিসহ আশপাশের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ফসলী জমি রক্ষার জন্য বালুদস্যু মহিদুল ইসলামের অবৈধ বালু উত্তোলন বন্ধ’র দাবি করে ২৮ এপ্রিল ২০২০ তারিখে এলাকাবাসীর পক্ষে বাবু মিয়া স্বাক্ষরিত একটি অভিযোগ গাবতলী উপজেলা নির্বাহী অফিসে দেয়া হয়েছে। এখন পর্যন্ত বালু দস্যু মহিদুলের অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। জমির মালিকগন মহিদুলের অবৈধভাবে উত্তোলন বালু বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

গাবতলী তরনীহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-ব্যবসায়ী আহত

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পুর্ব শক্রুতার জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, টাকা লুট ও ব্যবসায়ীকে মারপিটে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে। থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খলিলুর রহমানের তরনীহাটে সরকার মেশিনারীজ এন্ড ভ্যারাইটি ষ্টোর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৫মে দুপুর ২টায় পুর্ব শক্রুতার জেরধরে মালিয়ানডাঙ্গা এলাকার তানজিদ, লিটনসহ ১২ জনের একদল লোক লাঠি সোটা, রড, ধারালো অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের এসে চড়াও হয়। এক পর্যায়ে হামলাকারীরা দোকানে ঢুকে ব্যাপক ভাংচুর করে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে।এতে বাধা দিলে হামলাকারীরা ব্যবসায়ী খলিলুর রহমানকে ব্যাপক মারপিট করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করেে দয়। আহত ব্যবসায়ীর পকেটে থেকে ২৫ হাজার টাকা লুট করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। আহত ব্যবসায়ীকে তরনীহাটের স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত ব্যবসায়ীর ছেলে শামিল রহমান বাদী হয়ে ৬ মে গাবতলী মডেল থানায় তানজিদকে প্রধান করে ১২ জনের নামে একটি এজাহার জমা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335