বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
লালমমনিহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে রোববার রাতে বাল্য বিয়ের দায়ে কনের পিতার ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন সরকার জানান, ওই গ্রামের সামসুল হক তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী শাহিনা আক্তারের বিয়ের অয়োজন করছিল। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান অভিযান চালায়। এ সময় কনের বাল্য বিয়ের দায়ে পিতা শামসুল হককে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত বাল্য বিয়ের জন্য তাকে অভিযুক্ত করে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। সোমবার সকালে দন্ড প্রাপ্ত সামসুল হককে লালমনিরহাট জেল-হাজতে প্রেরন করা হয়েছে।