শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশ্বের সর্ববৃহ টেলিস্কোপ নির্মান শেষের দিকে

অাইটি নিউজ ডেস্ক : বিশ্বের সব চেযে বড় রেডিও টেলিস্কোপে ফিনিশিং টাচ দিচ্ছে চিন। আর তাতেই বোধহয় খুঁজে পাওয়া যাবে ভিনগ্রহী। নাসা যখন পৃথিবী সদৃশ ‘Earth 2.0′ খুঁজে পাওয়ার আনন্দে মেতে রয়েছে। তার মধ্যেই এই বৃহত্তম টেলিস্কোপ শেষের পথে বলে ঘোষণা করল চিন। ৩০ টি ফুটবল মাঠের সমান সাইজের হবে এই টেলিস্কোপ।
মহাকাশ গবেষকরা জানিয়েছেন, ৫০ মিটার ব্যাস জুড়ে রয়েছে এই টেলিস্কোপের রিফ্লেক্টর। রয়েছে ৪,৪৫০ টি প্যানেল। টেলিস্কোপের নাম দেওয়া হয়েছে ‘FAST’. এর আগে পূয়ের্তো রিকো অবজারভেটরি ছিল সবথেকে বড় টেলিস্কোপ।
জানা গেছে, এই টেলিস্কোপের একটি সেনসিটিভ কান আছে। মহাজাগতিক শব্দও শুনতে পাবে এটি। এই টেলিস্কোপ চিনের মহাকাশ গবেষণায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন গবেষকরা। অনেক দূরের রেডিও মেসেজও পৌঁছে যাবে এই টেলিস্কোপের মাধ্যমে। আমাদের গ্যালাক্সির বাইরেও প্রাণের সন্ধান চালাতে এই টেলিস্কোপ কাজ করবে বলে অনুমান করা হচ্ছে।
এই টেলিস্কোপটির চারপাশে একবার হেঁটে আসতে সময় লাগবে ৪০ মিনিট। চিনের দক্ষিণে একটি উপত্যকায় তৈরি করা হচ্ছে এই টেলিস্কোপ। আশেপাশে নেই কোনও শহর বা মানুষের বসতি। ফলে আওয়াজ আসে না। জল নিকাশ করার যে ব্যবস্থা রয়েছে তাতে রিফ্লেক্টরের কোনও ক্ষতি হবে না। ২০১১ সালে এই টেলিস্কোপ তৈরি করা শুরু হয়। আগামী বছরে এটি শেষ হবে বলে জানা গেছে।

.

প্রবাসীদের নিয়ে দৈনিক ইন্দো-বাংলা অনলাইনের নিয়মিত আয়োজন প্রবাস।
এ বিভাগে প্রতিদিন আপনাদের লেখা প্রকাশিত হচ্ছে। আপনার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়ে লেখা পাঠান। প্রবন্ধ-নিবন্ধ, গল্প-কবিতা-ছড়া ও ভ্রমণ কাহিনিসহ নানা সামাজিক অনুষ্ঠানের খবরও পাঠাতে পারেন। লেখার সঙ্গে ছবি পাঠাতে ভুলবেন না।
লেখা পাঠানোর ঠিকানা: <news.indobangla24@gmail.com >
 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335