মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

রাস্তায় রাস্তায় পড়ে থাকবে লাশ আর বাতাসে ছড়াবে গন্ধ–এমপি বাবলু

বগুড়া প্রতিনিধিঃ করোনাভাইরাস নিয়ে সাবধানতা মুলক কথা বলতে গিয়ে বগুড়া ৭ আসানের এমপি মোঃ রেজাউল করিম বাবলু জিটিবি নিউজকে, বলেন সাধারন মানুষ স্বাস্থ্য বিধি লংঘন ও লক ডাউন ভেঙ্গে যে হারে হাট বাজারে আড্ডায় এখনও ভীর করছে তাতে এই মারাত্বক ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য খুবই হুমকি হয়ে আছে। চীন,জাপান,আমেরিকা,স্পেন ও ইটালীসহ বিশ্বের উন্নত দেশ গুলির চিকিৎসা ব্যবস্থা আমাদের চেয়ে বহুগুনে উন্নত হওয়ার পরেও তারা তাদের  লাশের মিছিল বন্ধ করতে পারছেনা।

সেখানে আমাদের দেশের লকডাউন উপেক্ষা করা জাতির ভাগ্যে যে কি ঘটবে বলা যায়না। সামাজিক বা শারিরীক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি এবং লকডাউন এর গুরুত্ব না দিলে হয়তো বা একদিন দেখা যাবে রাস্তা রাস্তায়  পড়ে আছে  লাশের সাঁড়ী। লাশের সেই পচা গন্ধে মহামারির আকার আরও ভয়াবহ রুপে বৃদ্ধি পাবে। একারণে  অন্তঃত  ১৫ মে পর্যন্ত আমাদেরকে ১০০% ভাগ সজাগ থাকতে হবে। এ বিষয়ে কিঞ্চিৎ পরিমান অবহেলা করার সুযোগও আমাদের নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335