মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

করোনা ভাইরাস হইতে মুক্তির উপায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমাকারী দয়াশীল বিপদ রোগ মুক্ত মহামারী দূরকারী এক আল্লাহ। আল্লাহ পারে বাঁচাতে মহামারী করোনা ভাইরাস হইতে মুক্তি করতে পারে এক আল্লাহ সৃষ্টিকর্তা, আপনারা ঘরে বসে আল্লাহর নিকট সাহায্য চান, বাঁচতে চান, হেদায়েত চাঁন, সকল পাপ অত্যাচার, চাঁদাবাজি, ঘুষ, সুদ, মদ নেশা, জুয়া, জেনা, মিথ্যাচার অন্যায় কাজ করা, বে-পর্দা ভাবে ঘোরাফিরা করা, হিংসা করা, পরকীয়া মানুষের উপর ক্ষতি করা। সকল অসৎ কাজ করা বন্ধ করুন। সৎ কাজ করুন এক আল্লাহ সৃষ্টিকর্তাকে ভয় করুন স্মরণ করুন তার প্রেরিত নবী মুহাম্মদ সাঃ সকল মোমিন বান্দা নর-নারীকে সম্মান করুন। আল্লাহ সৃষ্টির যা কিছু আছে তাদের কে ভালোবাসুন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করুন। আল্লাহ সবাই কে হেদায়েত করুক ইমানদার করুক বেহেস্তি করুক। যারা করোনা ভাইরাস আক্রান্ত স্পর্শ করছে তাদেরকে আল্লাহই পারেন বাঁচাইতে যাদেরকে স্পর্শ করেন নাই আল্লাহ যাতে স্পর্শ করতে না দেয় ভালো রাখেন। মহামারী বিপদ সময় আল্লাহ সাহায্য করেন সবাই আল্লাহর নিকট প্রার্থনা করুন। আল্লাহর কথা এই দোয়া ও দরূদ পাঠ করিলে মৃত্যু রোগ ব্যতীত কোন রোগ হয় না। প্রতিদিন ওজু সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, জিকির করুন, বেশি বেশি করে নবীর দরূদ পাঠ করুন, দরুদে তাজ পড়ুন, কোরআন পাঠ করুন, আল্লাহর পথে আসুন আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে সাহায্য করবে আল্লাহ বিপদ দেয় আল্লাহই মুক্ত করে আল্লাহ আমাদের উপর বেজাড়।

-ঃ দোয়া ঃ-

১। আসয়ালুল্লাহুল, আজীম রাব্বুল আরশিল আজীম আয়্যাশফীকা (তিরমীজি) ৩ বার প্রতিদিন সকালে রাত্রিতে পাঠ।

২। দরূদ শিফাঃ আল্লাহুম্মা সাল্লিয়ালা সায়্যিদিনা মহাম্মাদিও, ওয়া আলা আলি সায়্যিদিনা মুহাম্মাদিন, বিয়াদাদী কুল্লি দায়িও,ওয়াদাও,য়িউ, বিয়াদাদী কুল্লি ইল্লাতিউ, ওয়াশিফা। ৩ বার দিনে দুইবার ওজু সহ।

৩। প্রতিদিন একহাজার বার পাঠ করুন অজুসহ ৪০ দিন নবীর দেখা হবে, ‘‘সাল্লি আলা মুহাম্মাদিন” অথবা ‘‘ছাল্লাল্লাহু আলা মোহাম্মদেন” এক হাজার বার

ইতি, চার তরিকা আল্লাহু ওরছল ভক্ত সাধক গুনাগার যার সঙ্গে নবীর ৪৯ বার মোলাকাত করেছে তার হযরত আব্দুল মতিন নেছারীর মুরিদ মোঃ নজরুল ইসলাম (মজনু) দরবেশ সাং চকবাপু (জিগাতলা) পোষ্টঃ সাবগ্রামঃ থানা ও জেলা বগুড়া, বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335