শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

ধর্মের অনুসারী হলে করোনা ভাইরাস হবেনা : নয়ন রায়

বর্তমানের সবচেয়ে মারাত্মক ব্যাধি করোনা ভাইরাস। শুনতে অবাক লাগলেও সত্যি যে এ রোগের সমাপ্তি মৃত্যু। কিন্তু এই রোগ কোথায় থেকে আসলো কিভাবে তা পৃথিবীর বিভিন্ন কোনায় পৌঁছে গেলো তা নিয়ে অনেকের অনেক রকম মতামত। তবে আসলে এর ভিত্তি সম্পর্কে জানতে হলে আমাদের নিজেদের নিজেকে আগে জানতে হবে। আমরা কি করছি আমাদের কর্ম দ্বারা আমরা কি করতে পারবো। মাত্র ১৭/১৮ দিনে চীনের নতুন ছোঁয়াচে করোনা ভাইরাস রোগ চীন তো বটেই সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করেছে। আমাদের দেশে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি এটা যেমন সত্য এবং এটাও সত্য চীনের সঙ্গে বিভিন্ন কারণে আমাদের যাতায়াত এবং যোগাযোগ উপেক্ষা করার মতো নয়। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ানোর সঙ্গে সঙ্গে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এই ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। বাংলাদেশেও সন্ধান মিলেছে কিছু রোগীর। একসময় হয়তো এর বিস্তার লাভ করতে থাকবে। আমি নয়ন রায় বলছি করোনা কেন এর থেকে যদি বড় রোগ থাকে তাতেও কোন মানুষ মরবেনা। যদি তাঁর ভেতর ধর্মের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকে। একটু অতীতে ফিরে দেখেন তো এখন যত রোগ শোনা যায় আগে ছিল কিনা? বর্তমানে বাহির দেশের মত ধর্মের প্রতি মানুষের আর কোন ভক্তি ভয় ভালোবাসা কোনটাই নেই। যেকোন সম্পর্ক যদি পাক পবিত্র হয় তাহলে যেমন সেই সম্পর্ক কখনো ভাঙ্গেনা তেমনি ধর্মের প্রতি ভালোবাসা অনুসারী হলে হাজারো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সনাতন ধর্মের গীতা যাতে রয়েছে সকল কিছু যা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে তা বর্ণনা করা আছে আবার ইসলাম ধর্মের কোরআন যাতে মৃত্যু বেতিত সকল রোগের নিরাময় বর্ণনা করা আছে এমনকি এর কারিস্মা সম্পকে এখনো অনেকের অজানা। খ্রিস্টান, বৌদ্ধ যে ধর্মেই যান না কেন কোন ধর্মে বলা নাই পাপ করো। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থে এক ঈশ্বর কথাই বলা হয়েছে। ভাল করে জানলে দেখবেন এতদিন যা করছেন তাতে পূর্ণের চেয়ে পাপের ভাগ বেশি। আজ দেখুন সংসারে অশান্তি। স্বামী/স্ত্রী সুখে নেই আবার প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে নতুন সম্পকে জরিয়েছে। আসলে এর মুল কারণ কিন্তু একটাই পরকীয়া। যা বর্তমানে মাত্রাধিক। ভাবছেন করোনা ভাইরাসের মধ্যে পরকীয়া কেন? ভাল করে ভেবে দেখেন আজ যদি আমরা নিজেরা নিজেদের ধর্মের অনুসারী হয়ে জীবন যাপন করতাম তাহলে কি স্বামী বলেন আর বউ বলেন কেউ কি অন্য কোন নারী বা পুরুসের সাথে মেলামেশা করতে পারতো? বর্তমানে আমরা লোক দেখানো ধর্ম পালন করি যার কোন ভিত্তি নেই। সময় আছে ফিরে আসেন আজ থেকে পাক পবিত্র হয়ে নিজ নিজ ধর্মের অনুসারে জীবন যাপন করেন করোনা কেন করোনার থেকে শক্তিশালী রোগেও কিছু হবেনা। কথায় আছে, ধর্মের হয় জয় আর অধর্মের হয় পরাজয়।

 

নয়ন রায়,সাংবাদিক,ঢাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335