শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

ড্রোন ব্যবসায় আসছে সনি এবং জেডএমপি

ইলেকট্রনিকস জায়ান্ট সনি অচিরেই প্রবেশ করছে ড্রোন ব্যবসায়। প্রতিষ্ঠানটি এরই মধ্যে সনি ব্র্যান্ডের ড্রোন বাজারে আনতে জাপানি প্রতিষ্ঠান জেডএমপির সঙ্গে চুক্তি করেছে।প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সনি তাদের রোবোটিকস, ক্যামেরা, সেন্সিং প্রযুক্তি আর টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে জেডএমপির স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ড্রোনের মাধ্যমে তথ্য সংগ্রহের ক্রমবর্ধমান বাজারে প্রবেশ করবে।ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইন রেঞ্জার্স আর অ্যারোহারভেস্ট শস্য পর্যবেক্ষণে কৃষকদের সাহায্য করতে ড্রোন ব্যবহার করেছে। এই প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে যুদ্ধের জন্য ব্যবহার ছাড়াও অন্যান্য উপকারেও ড্রোন কাজে লাগানো যায়।সনি আর জেডএমপির যৌথ উদ্যোগে চলতি বছর অগাস্টে ভার্টিকাল টেইকঅফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন বের করা হবে। এই যৌথ উদ্যোগে সনির মালিকানা ৫০ শতাংশের কিছুটা বেশি আর বাকিটা জেডএমপির মালিকানাধীন।ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদে বলা হয়, সনির এই ড্রোনগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335