বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন
ন ওগা সংবাদ দাতা : নওগাঁর ধামইরহাট উপজেলা বিদ্যুৎবিহীন ১৬ ঘন্টা থাকায় ভুতরে নগরীতে পরিণত হয়েছিল। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই থেকে পর দিন শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত একটানা প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে ছিল এ উপজেলা। এতে বিদ্যুৎ নির্ভর সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যায়। তাছাড়া কোন নোটিশ ছাড়াই দির্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ কওে রাতে বিদ্যুৎ না থাকায় উপজেলা সদর ভূতুরে নগরীতে পরিণত হয়েছিল। এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পতœীতলা অঞ্চলের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো.কামাল হোসেন বলেন,আকস্মিকভাবে বিদ্যুৎ লাইনের এসিআর বিকল হওয়ায় বিদ্য্যুৎ এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ২টা পর্যন্ত মেইন লাইনে ক্রটি খোঁজার চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে শুক্রবার দুপুরে এসিআর এর ক্রটি ধরা পড়ার সাথে তা বাদ রেখে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
র