শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

সকলের সহযোগিতা নিয়ে শিবগঞ্জের উন্নয়ন করতে চাই : এমপি জিন্নাহ্

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য দুর করতে কাজ করে যাচ্ছে। আমি উন্নয়নে বিশ্বাসী এজন্য উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করে সাধারণ মানুষের সুবিধা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, খুব শ্রীঘ্রই এ উপজেলায় কাঁচা রাস্তা তেমন খুঁজে পাওয়া যাবে না। তাই আমি উন্নয়নের লক্ষে আপনাদের সহযোগীতা কামনা করি। রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেদিনীপাড়া হতে মোশারফ মন্ডল কলেজ ভায়া বাকশন সড়ক পাকা করন কাজের উদ্বোধন শেষে মেদিনীপুর মাদ্রাসা মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাদ্রাসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। জাপা নেতা শাহিনুর ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা শামছুল ইসলাম তালুকদার, আবু জাকারিয়া আবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, নজরুল ইসলাম বাসুু প্রমুখ। শিবগঞ্জে ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জ (বগুড়া)ঃ শিবগঞ্জ থানা ও পৌর ছাত্রদল আয়োজিত সোনালী ব্যাংক চত্তরে বিএনপি কার্যালয়ে থানা ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান আরমানের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি সাজিদ হাসান বাবু , প্রধান বক্তা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক মহিন উদ্দিন রাজু, বিশেষ অতিথি সাধারন সম্পাদক রাজশাহী মহানগর এর মোঃ রফিকুল ইসলাম রবি, মোঃ আবু হাসান সভাপতি বগুড়া জেলা ছাত্রদল, নুরে আলম সিদ্দিকী রিগ্যান সাধারন সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল, মোঃ সোহেল রানা যুগ্ম সাধারন সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল, অনুষ্ঠান পরিচালনা করেন মাহদী হাসান তমাল আহবায়ক শিবগঞ্জ পৌর ছাত্রদল ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335