শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

সরকার আরও ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দিবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিটিবি নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুলিশের জনবল কাঠামো বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার আরও নতুন ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করবে। এসময় মন্ত্রী দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি সমৃদ্ধিশালী ও মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেটের শিশু রাজন হত্যা মামলার বিচার বিলম্বিত হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত বিচার আইনে এ মামলাটি নিষ্পত্তি করা হবে। রাজনের কোন খুনির রক্ষা হবে না।
তিনি আরো বলেন, রাজনের খুনিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে।বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ আছে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনী প্রক্রিয়ায় সব ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335