শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

ফাইনালে নাম লেখাতে রাজশাহী রয়্যালসের দরকার ১৬৫

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি রাজশাহী রয়্যালস। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। পরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। অর্থাৎ ফাইনালে নাম লেখাতে রাজশাহী রয়্যালসকে করতে হবে ১৬৫ রান।

ব্যাট করতে নেমে ওপেনার জিয়াউর রহমান (৬) ও ইমরুল কায়েসকে (৫) দ্রুতই বিদায় করে দিয়েছিল রাজশাহীর বলাররা। কিন্তু অপর প্রান্তে আসল রূপে দেখা দিলেন গেইল। ২৪ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় করেন ৬০ রান। ব্যাট হাতে ঝড় তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। চট্টগ্রামের অধিনায়ক ১৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় করেছেন ৩৩ রান। তবে বলার মতো রান আসেনি আর কোনো চ্যালেঞ্জার্স ব্যাটসম্যানের ব্যাট থেকে।

এদিকে, রাজশাহী রয়্যালসের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান আর মোহাম্মদ নওয়াজ। একটি করে উইকেট আন্দ্রে রাসেল, আফিফ হোসেন আর অলক কাপালির।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335