শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

ঐক্যবদ্ধ প্রতিবাদ রুখতে পারে সাংবাদিক নির্যাতন : এম এ আবির

চট্টগ্রাম সংবাদদাতা : ‘বাংলার স্বাধীনতা সংগ্রামে গণ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ ১১ জানুয়ারী ২০২০ শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর লাভ লেইন মোড় সংলগ্ন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি সাংবাদিক মোঃ কামাল হোসেনের সঞ্চলনায় এবং চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব এম এ আবির। প্রধান অতিথি তাহার বক্তব্য বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় মিথ্যা ও হয়রানি মূলক মামলা বা মিথ্যা অপপ্রচার করলে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সকল সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।ঐক্যবদ্ধ প্রতিবাদই রুখতে পারে সাংবাদিক নির্যাতন।তিনি আরো বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। প্রধান আলোচক ছিলেন বাংলা টিভির প্রযোজক ও উপস্থাপক লেখক মোঃ কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কাজি জহির উদ্দীন তিতাস, বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের আহবায়ক শিব্বির আহমদ ওসমানী, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ ছরওয়ার উল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কে এম নুহ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে গনমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। বক্তারা স্বাধীনতা যুদ্ধে দৈনিক সংবাদ, ইত্তেফাক ও আজাদী’র ভূমিকা’র ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335