বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্য’ এ শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট কেয়ার সেন্টারের সহযোগী সংগঠন ‘নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র আয়োজনে ‘নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সমন্বয়ে মঙ্গলবার দুপুরে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি উপ-পরিচালক (সরস) কৃষিবিদ শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ অফিসার আব্দুর রশিদ, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন, অত্র সংগঠনের সদস্য রুবেল সরকার, ইঞ্জিনিয়ার খায়রুম নাহার কলি, স্টুডেন্ট কেয়ার সেন্টারের শিক্ষক জিসান, ছাত্র মিথুন প্রমুখ। ছবি সংযুক্ত