বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে-হুইপ ওমর

বগুড়া সংবাদদাতা ঃ বিরোধি দলীয় হুইপ ও বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর এমপি বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে। সংঘাতের পথ পরিহার করে শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় পার্টি উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে। তিনি দেশ ও জাতির কল্যানে নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানান। সোমবার দুপুরে শহরের নারুলী উত্তরন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বগুড়া শহর ও সদর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে দিনব্যাপি অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ঈদ পূর্নমিলনী উদযাপন কমিটির আহবায়ক জেলা জাপানেতা লুৎফর রহমান সরকার স্বপন। এতে বক্তব্য রাখেন এমপি পতœী কোহিনুর বেগম, জেলা জাপানেতা ফজলে রহিম মঞ্জু, হাজী নুরুল আমিন বাচ্চু, আবু তাহের আকন্দ, লিয়াকত আলী সরকার, তৌহিদুর রহমান তৌহিদ, আব্দুল্লাহ আল মামুন, আজিজ আহমেদ রুবেল, এইচ এম ইকবাল, আব্দুল হান্নান, রবিউল ইসলাম খাজা, ইব্রাহিম আলী ধলু, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, আরিফুল ইসলাম শহিদ, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাপানেতা সামছুল আলম তালুকদার, মোশারফ হোসেন মুকুল, এম এ মজিদ সরকার, আবু জাকারিয়া আবু, জহুরুল ইসলাম মটু, ছানাউল্লা ছানা, গোলাম রব্বানী রতন, সাহিদুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, শফিকুল ইসলাম রতন, সাখাওয়াত হোসাইন জনি, সফিকুল ইসলাম সুইট, জুয়েল রানা, ইলিয়াছ আহমেদ, নজরুল ইসলাম পান্না, জহুরুল ইসলাম, জাহেদুল ইসলাম, আব্দুল মান্নান, মাকছুদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335