বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

এক মঞ্চে গাইবেন নচিকেতা-বন্যা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মানবতার কল্যাণে এবার একমঞ্চে গাইতে যাচ্ছেন দুই বাংলার বিখ্যাত দুই শিল্পী নচিকতা এবং রেজওয়ানা চৌধুরী বন্যা। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে ও একটি বিদ্যালয়ে উন্নতিকল্পে শনিবার, ৪ ফেব্রুয়ারি, বিকেল ৫টায় নজরুল মঞ্চে গাইবেন তারা। এই উদ্দেশ্যে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে ‘আলট্রাকেয়ার ইন্ডিয়া হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড’। নচিকেতা-বন্যার সঙ্গে গাইবেন সোমা লাহা।

‘মিলন ২০২০’ শীর্ষক এই অনুষ্ঠান নিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব সাহা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আজকের এই অনুষ্ঠানে কোনও রকম প্রবেশমূল্য রাখা হচ্ছে না, তবু অনুদানের সুযোগ থাকছে। গান শুনতে এসে শ্রোতারা এই উদ্দেশ্যর কথা শুনে কিছু অনুদান দিলে তা থেকেই কিছুটা খরচ উঠবে।’

আলট্রাকেয়ার বেশ কয়েক বছর ধরেই বেশ কিছু থ্যালাসেমিয়ার শিশুর দায়িত্ব নিয়ে আসছে। এ বছরও এমন ১২ জন শিশুকে এককালীন ৫ হাজার টাকার অনুদান দেবে তারা। এই শিশুদের সারা জীবনের রক্ত ও চিকিৎসার দায়িত্বও তাদের হাতেই অর্পণ করা হবে। আর দর্শকরা উপভোগ করবেন দুই বিখ্যাত শিল্পীর সঙ্গীতানুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335