বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন ম্যারাডোনা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দু’টি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে। আর অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গ্রহণ করেছে বিশেষ বিশেষ পরিকল্পনা।

এই বর্ষকে আকর্ষণী করতে বাফুফের পরিকল্পনায় ছিল আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে বাংলাদেশে নিয়ে আসা। আর তাদের সেই পরিকল্পনা এবার সফল। ম্যারাডোনাকে  প্রথমবারের মতো ঢাকায় নিয়ে আসা হচ্ছে বাফুফের উদ্যোগে। এই বিষয়ে ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে যে, মুজিববর্ষে উপলক্ষে ম্যারাডোনা বাংলাদেশে আসবেন।

ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি। তিনি বলেন, ডিয়াগো ম্যারাডোনা ঢাকায় আসবেন, এটা চূড়ান্ত। সময়সূচি চূড়ান্ত করা হবে পরে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335