শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

জেএসসি ও পিইসিতে এবছরও ভালো করেছে বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এবছরও ভালো ফলাফল করেছে বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠাগুলো। জানা গেছে, এবছর বগুড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০ হাজার ৯৪১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩১৮ জন। পাশের হার ৯৪ ভাগ। এবছর জেলায় জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৩ হাজার ১২৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১০৪ জন। এবছর বগুড়া জিলা স্কুল থেকে জেএসসি’তে ২৩৫ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪৪ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৪০০ জন। পাশের হার শতভাগ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৮ জন। এ প্রতিষ্ঠানে পিইসি পরীক্ষায় ৪৫০ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান জানান, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতায় আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত থাকবে। বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এবছর জেএসসিতে ৩৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন। পাশের হার শতভাগ। পিইসিতে ২৭৭ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এবছরও ভালো ফলাফল করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত থাকবে। বগুড়া সদরের গোদারপাড়াস্থ রাবেয়া মেমোরিয়াল কেজি অ্যান্ড হাইস্কুল থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৬৯ জন ছাত্রছাত্রী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। গ্রেড এ পেয়েছে ২৫জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335