শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতার নান্দনিক আয়োজন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : দরজায় কড়া নাড়ছে বাণিজ্য মেলার উৎসব। আগামী জানুয়ারিতে বসছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরপি-০৮-এ থাকবে জয়িতার এবারের পসরা। নতুন আঙ্গিকে, নান্দনিক সাজসজ্জায় এক মনোরম পরিবেশে এ প্যাভিলিয়নটি সুসজ্জিত থাকবে।

জয়িতার সংশ্লিষ্টরা বলছেন, প্যাভিলিয়নে ঢুকতেই চোখে পড়বে আবহমান বাংলার সুপরিচিত কুড়েঁঘর, থাকবে উঠান। সেখানে বসে ক্রেতারা গল্প করতে করতে গ্রাম্য পিঠা-পুলি উপভোগ করতে পারবেন। উঠানের পাশেই থাকবে বট গাছ, তার নিচে বসবে গ্রাম্য মেলা। মেলায় চুড়ি, মালা, দুল বিক্রি হবে। বিক্রি হবে ছোট বাচ্চাদের খেলনা সামগ্রি। পাশাপাশি চলবে বাউল গানের আসর। বাউল গান শুনতে শুনতে হারিয়ে যেতে পারবেন গ্রাম বাংলার সেই মধুর জীবনে। প্রতি বছরের মতো এবারও ঢাকার ব্যস্ত শহুরে জীবনে জয়িতার দেশীয় পণ্য সবার মন জয় করবে।

প্যাভিলিয়নে মোট ২৬টি স্টল থাকবে যেখানে মেয়েরা তাদের নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। আমন্ত্রিত ক্রেতারা পণ্য পছন্দের পাশাপাশি উপভোগ করতে পারবেন বাহারি স্বাদের খাবারও। মেয়েদের সুনিপুণ হাতের ছোঁয়ায় বানানো পণ্য ও গ্রামীণ খাবারের স্বাদে মুখর থাকবে প্যাভিলিয়নটি। বাহারি পণ্যের সমাহারে এবারের আয়োজনে থাকছে মসলিন শাড়ি, সুতি কাপড়ের ওপর নকশা আঁঁকা শাড়ি, থ্রিপিস, তরুণীদের পছন্দের শীর্ষে আছে কটি, হাতের কাজের শাল, শিশুদের জন্যও আছে নজরকাড়া ডিজাইনের পোশাক, গৃহসজ্জার উপকরণের মধ্যে থাকছে ল্যাম্পশেড, পাটের তৈরি শিকা, ব্যাগ, পুতুল, প্রাণী, টেবিল ম্যাট, রানার, কুশনসহ টুকিটাকি আরও বিভিন্ন সামগ্রী।

ভোজনরসিকদের উপভোগের জন্য থাকছে নকশী পিঠা, দেশীয় বিভিন্ন খাবার যেমন- মুড়ি, মুড়কি, বিন্নি ধানের খই, আচার, চাটনি, বিভিন্ন ফুলের মধু, গাওয়া ঘি, ফলের চকলেট, নাড়িকেলের নাড়ু, মোয়া ইত্যাদি।

সংগ্রামী নারীদের প্রতীকী নাম জয়িতা। যেহেতু নারীরা নিজেরাই এসব পণ্য তৈরি করে তাই পণ্যগুলো মানেও যেমন অনন্য, তেমনি দামেও অত্যন্ত সস্তা। যে কারণে প্রতি বছরই বাণিজ্যমেলায় ভালো বিক্রি হয়ে থাকে জয়িতার। আশা করছি এবারও সফল সাড়া মিলবে জয়িতায়। সেইসাথে সকলকে বাণিজ্য মেলায় জয়িতার স্টলে অগামনের জন্য অগ্রিম শুভেচ্ছা জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335