বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেটারদেরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ নারী ক্রিকেট উভয় দলকে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমস-এ স্বর্ণ পদক জয় করায় টেলিফোনে তাঁর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার জানান, প্রধানমন্ত্রী আজ দুপুরে উভয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং স্ব স্ব ইভেন্টে স্বর্ণ পদক জয় করায় তাদেরকে অভিনন্দন জানান।

তিনি জানান, টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্য ধরে রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।

শেখ হাসিনা বলেছেন, নেপাল থেকে ফিরে আসার পর উভয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদেরকে তাদের সাফল্যের জন্য গণভবনে আমন্ত্রণ জানাবেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর মহাসচিব সৈয়দ সাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে সাউথ এশিয়ান গেমস-এ বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।

নেপালের ত্রিভূবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আজ শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ ও স্বর্ণ পদক জিতে নেয়।

এদিকে নেপালের পোখরায় মনোমুগ্ধকর ফাইনাল খেলায় গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দল ২ রানে শ্রীলংকাকে পরাজিত করে স্বর্ণ পদক জিতে নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335