শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

হাইকোর্টে বগুড়ার তুফান সরকার এর জামিন না মঞ্জুর

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় বহুল আলোচিত বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ ও মা মেয়েকে ন্যাড়া করে দেয়ার ঘটনায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দেয়নি হাইকোর্ট। সোমবার জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি জানান।তুফান সরকার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৭ সালের ২৯ জুলাই থেকে জেলহাজতে আছেন।

তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে।

বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বিরুদ্ধে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তার আয়ের কোনো উৎসই ছিল না। তবুও তিনি আয়কর রিটার্নে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা দেখান। এরপর দুদকের নোটিশের পর সম্পদের সঠিক হিসাব জমা দেননি।

এই ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানার মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335