শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, শুরু ২১ নভেম্বর

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আগামী ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। গতকাল শনিবার নির্বাহী কমিটির সভায় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ দুটি আসর ছয় দলের হলেও টুর্নামেন্টের ষষ্ঠ আসর হবে চার দলের।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথা অনুযায়ী এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে তিনটি দল। দলগুলো হলো—শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া ও স্বাগতিক বাংলাদেশ। এ ছাড়া পূর্ব তিমুর, লাওস ও কম্বোডিয়া—এই তিন দলের মধ্যে তারা বেছে নেবে আরেকটি দল। এই চার দলকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ।

আগের পাঁচ আসরে স্বাগতিকদের সর্বোচ্চ সাফল্য বলতে রানার্স-আপ। তবে এবার তাদের হাতে দেশের মাঠে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে। প্রথমত জেমি ডে’র অধীনে বাংলাদেশ দল এখন ভালো অবস্থায় আছে, তা ছাড়া আগের মতো শক্তিশালী ফিলিস্তিন, মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ কিংবা জাপান একাদশ এবার আসছে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335